ভিডিও

চকবাজারে কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৪, ১০:২৯ দুপুর
আপডেট: মার্চ ২৩, ২০২৪, ০২:৩১ দুপুর
আমাদেরকে ফলো করুন

রাজধানীর পুরান ঢাকার চকবাজার চকবাজারের ইসলামবাগ এলাকার একটি কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।  

আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপপরিচালক সালেহউদ্দিন।

তিনি বলেন,  আগুনের সঠিক কারণ জানা না  গেলেও ভবনটির প্লাস্টিক ও জুতার কারখানার দাহ্য পদার্থের জন্য আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।

সালেহউদ্দিন আরও বলেন, পুরান ঢাকার সবচেয়ে বড় সমস্যা আগুন লাগলে সরু সড়কের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারে না। এছাড়া ভবনগুলোর পানির বড় রিজার্ভার না থাকায় আগুন নিয়ন্ত্রণে পানির স্বল্পতায় পড়তে হয় ফায়ার সার্ভিসকে।

এর আগে শনিবার (২৩ মার্চ) ভোর রাত সাড়ে ৩টার দিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে। সকাল ৬টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS