ভিডিও

তিন ঘণ্টায় ট্রেনের আগাম টিকিট বিক্রি সাড়ে ১২ হাজার

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৪, ১২:৩১ দুপুর
আপডেট: মার্চ ২৪, ২০২৪, ০৭:৫৪ বিকাল
আমাদেরকে ফলো করুন

আজ রোববার সকাল ৮টা থেকে অনলাইনে শতভাগ ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। নিয়ম অনুযায়ী সকালে পশ্চিমাঞ্চল এবং দুপুর থেকে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি হবে। প্রথমদিন সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত পশ্চিমাঞ্চলের সাড়ে ১২ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে।

আজ রোববার (২৪ মার্চ) সকালে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার কথা জানান। তিনি বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী সকাল ১১টা পর্যন্ত ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের ট্রেনের ১২ হাজার ৬০০ টিকিট বিক্রি হয়েছে। ১২টা নাগাদ এটি ১৩ হাজার ছাড়িয়েছে আশা করি। এই অঞ্চলের মোট আসন সংখ্যা প্রায় ১৬ হাজার।

তিনি বলেন, সকাল সাড়ে ৮টা পর্যন্ত প্রায় টিকিট ক্রয়ের জন্য ১৫ লাখ সাবস্ক্রাইবার ওয়েবসাইটে হিট করেছেন। এবার শতভাগ টিকিট অনলাইনে দেওয়া হচ্ছে। কাউন্টার থেকে কোনও টিকিট প্রিন্ট করা হচ্ছে না। এবার প্রথম ওটিপি সিস্টেম চালু করা হয়েছে টিকিট যার ভ্রমণ তার নিশ্চিত করতে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS