ভিডিও

চার দিনের সফরে ঢাকায় ভুটানের রাজা

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৪, ১১:১৬ দুপুর
আপডেট: মার্চ ২৫, ২০২৪, ০১:১৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। সোমবার (২৫ মার্চ) সকাল ১০টার দিকে বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।

বিমানবন্দরে রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুককে ফুলেল শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল ভুটানের রাজাকে গার্ড অব অনার প্রদান করেন। 

মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দিয়েছিল বন্ধুরাষ্ট্র ভুটান। সময়ে-অসময়ে বন্ধুত্বের হাত বাড়ানো দেশটির সর্বোচ্চ নেতৃত্ব আবারও এলেন বাংলাদেশে। প্রায় এক যুগ পর স্বাধীনতা দিবস উদযাপনের আনুষ্ঠানিকতায় যোগ দিতে বাংলাদেশ সফরে এসেছেন ভুটানের রাজা।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক চার দিনের বাংলাদেশ সফর এসেছেন মূলত স্বাধীনতা দিবস উদযাপনে। এর পাশাপাশি উচ্চপর্যায়ের বেশ কয়েকটি বৈঠকেও অংশ নেবেন তিনি।
 
এই সফরে ঢাকা ও থিম্পুর মধ্যে একটি চুক্তি নবায়নসহ তিনটি সমঝোতা সইয়ের কথা রয়েছে। এ ছাড়া ভুটানের রাজা পদ্মাসেতু ঘুরে দেখবেন। আগামী ২৮ মার্চ কুড়িগ্রাম হয়ে সড়ক পথে ভুটান ফিরে যাবেন তিনি। ১১ বছর আগে আরেকবার বাংলাদেশ সফর করেছেন ভুটানের রাজা।

চূড়ান্ত বিজয়ের আগেই, একাত্তরের ছয় ডিসেম্বর বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভুটান। সে কারণে বাঙালির হৃদয়ে রয়েছে দেশটি। সেই সম্পর্কের ধারাবাহিকতায় স্বাধীনতা দিবসে সফরের আমন্ত্রণ জানানো হয় ভুটানের রাজাকে।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS