ভুটানের সঙ্গে জলবিদ্যুৎ আমদানির চুক্তি এবার হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আজ সোমবার বাংলাদেশ সফররত ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে হাছান মাহমুদ এসব কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মধ্যে যোগাযোগ বাড়ানোর জন্য ভুটানের রাজাকে আহ্বান জানানো হয়েছে। ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়েও আলোচনা হয়েছে।
এর আগে সোমবার সকালে চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছান ভুটানের রাজা জিগমে খেসার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সেখানে তাঁকে লাল গালিচার অভ্যর্থনা দেওয়া হয়।
আজ দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন ভুটানের রাজা। এরপর দুই দেশের মধ্যে তিনটি সমঝোতা চুক্তি সইয়ের কথা রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।