ভিডিও

ভারত থেকে পেঁয়াজের চালান আসছে, ঢুকেছে দর্শনায়

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৪, ০৯:০৮ রাত
আপডেট: এপ্রিল ০১, ২০২৪, ১১:২৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

চুয়াডাঙ্গার দর্শনা রেলপথে ভারত থেকে পেঁয়াজের প্রথম বড় একটি চালান দর্শনা বন্দরে এসে পৌঁছেছে। বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি) এ মালামাল আমদানি করা হয়েছে বলে সাংবাদিকদের জানানো হয়েছে।

আজ রোববার (৩১ মার্চ) সন্ধ্যায় পেঁয়াজের এই চালানটি দর্শনা আন্তর্জাতিক রেল বন্দরে এসে পৌঁছায়।  দর্শনা আন্তর্জাতিক স্থলবন্দরের স্টেশন ম্যানেজার মির্জা কামরুল হাসান জানান, মোট ৪২ ওয়াগনে প্রায় ১৬শ ৫০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি করা হয়েছে। তবে আমদানি করা ভারতীয় পেঁয়াজ ভর্তি ওয়াগন দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর থেকে ঐ রাতেই সিরাজগঞ্জ বাজারে নেওয়া হবে। তারপর ওয়াগন থেকে পেয়াজ খালাস করে দেশের বিভিন্ন বিভাগ ও জেলা শহরে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।

পর্যায়ক্রমে ভারত থেকে পেঁয়াজের আরও চালান আসার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS