বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) মধ্যরাতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের প্রবেশের প্রতিবাদে ও রাজনীতিমুক্ত ক্যাম্পাসসহ ছয় দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি ঘোষণা করেছে দেশের শীর্ষ স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। দাবি আদায়ে চতুর্থ দিনের মতো আন্দোলন চলছে সাধারণ শিক্ষার্থীদের। এতে যোগ হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাশট্যাগ’ আন্দোলন।
আজ মঙ্গলবার (২ এপ্রিল) আন্দোলনকারীরা জানান, দাবি আদায়ে সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন কর্মসূচি চলমান রয়েছে। তবে যথারীতি প্রশাসনিক কার্যক্রম চলছে।
এদিকে আন্দোলনকারী শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে নিজেদের ব্যক্তিগত অ্যাকাউন্টে No_STUDENTS_POLITICS_IN_BUET' হ্যাশট্যাগ মুভমেন্ট শুরু করেছে। এই মুভমেন্টের অংশ হিসেবে তারা, নিজেদের নাম, টার্ম ও সেশন উল্লেখ করে ক্যাম্পাস পূর্বের অবস্থায় ফিরে না যাওয়া পর্যন্ত ক্লাসে (একাডেমিক) না ফেরার ঘোষণা দিয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।