ভিডিও

প্রধানমন্ত্রীকে ব্রাজিলের জার্সি উপহার দিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: এপ্রিল ০৮, ২০২৪, ০১:৫৪ দুপুর
আপডেট: এপ্রিল ০৮, ২০২৪, ০২:৩৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার নাম লেখা ব্রাজিলের জার্সি উপহার দিয়েছেন ঢাকা সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। আজ সোমবার (৮ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান মাউরো ভিয়েরা। এ সময় তিনি ‘শেখ হাসিনা’ লেখা জার্সিটি প্রধানমন্ত্রীকে উপহার দেন।

দুইদিনের সফরে গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌঁছান ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দরে মাউরো ভিয়েরাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ওইদিনই বাণিজ্য প্রতিমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন মাউরো ভিয়েরা।

বৈঠক শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, আলোচনায় ব্রাজিলের পক্ষ থেকে অ্যানিমেল প্রোটিনটা (প্রাণিজ আমিষ) গুরুত্বে ছিল। বিশেষ করে ব্রাজিল অত্যন্ত কম দামে মাংস রপ্তানি করে। সে বিষয়ে তারা কথা বলেছে। আগামী কোরবানি সামনে রেখে সস্তায় গরু আমদানির ব্যাপারে কথা হয়েছে। পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে যেন শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয়, সে বিষয়েও ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানানো হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS