রাজধানীর ভাসানটেক এলাকায় সিলিন্ডার লিকেজ থেকে আগুনে দগ্ধ ছয়জনের একজন মারা গেছেন। নিহতের নাম মেহেরুন্নেছা (৭০)। আজ শনিবার (১৩ এপ্রিল) সকাল ৮টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম।
এর আগে গতকাল (১২ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে রাজধানীর কালভার্ট রোডের পশ্চিম ভাসানটেক এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ড ঘটে। এতে নারী, শিশুসহ ছয়জন দগ্ধ হয়।
দগ্ধরা হলেন- মেহেরুন্নেছা, মো. লিটন (৫২), সূর্য বানু (৩০), সুজন (৮), লামিয়া (৭) ও লিজা (১৮)।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, লিটনের শরীরের ৬৭ শতাংশ দগ্ধ হয়েছে। এ ছাড়া তার স্ত্রী সূর্য বানুর ৮২, লিজার ৩০, লামিয়ার ৫৫, সুজনের ৪৩ ও মেহেরুন্নেছার ৪৭ শতাংশ পুড়ে গেছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।
স্থানীয়দের সূত্রে জানা যায়, আগুনে দগ্ধ লিটনের বাড়ি ময়মনসিংহ। তার ফার্নিচারের ব্যবসা রয়েছে। রাতে ওই বাসার সবাই ঘুমিয়ে ছিলেন। ভোরে লিটন মশার কয়েলের জন্য দিয়াশলাই জ্বালাতেই অগ্নিকাণ্ড ঘটে। এতে পরিবারটির ছয়জনই দগ্ধ হন।
বাসাটিতে গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করা হতো।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।