ভিডিও

বর্ষবরণ উৎসবে নাশকতা-হামলা ঠেকাতে প্রস্তুত র‌্যাব : ডিজি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৪, ০৪:১০ দুপুর
আপডেট: এপ্রিল ১৪, ২০২৪, ১১:২২ দুপুর
আমাদেরকে ফলো করুন

বর্ষবরণের অনুষ্ঠানে জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে যেকোনো নাশকতা-হামলা মোকাবেলায় র‍্যাবের স্ট্রাইকিং ফোর্স ও স্পেশাল কমান্ডো টিম প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

শনিবার (১৩ এপ্রিল) রমনা বটমূল এলাকার নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি । 

র‌্যাব মহাপরিচালক বলেন, এই দেশে সব ধর্মের সব বর্ণের মানুষ যাতে সব উৎসব নির্বিঘ্নে উদযাপন করতে পারে সে জন্য র‍্যাবসহ সব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে সর্বদা সজাগ রয়েছে।


পহেলা বৈশাখকে কেন্দ্র করে প্রত্যেক বছরের মতো এবারও র‍্যাব দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত র‍্যাবের ব্যাটালিয়নগুলো নিজ নিজ এলাকায় নিরাপত্তা বৃদ্ধি ও টহল জোরদার করেছে।

নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে রাজধানীর টিএসসি, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান, হাতিরঝিল, রমনা বটমূল, পূর্বাচল ৩০০ ফুটসহ যেসব এলাকায় মানুষের সমাগম হবে, সেখানে পেট্রলসহ সুইপিং করা হবে। এসব এলাকায় আমাদের গোয়েন্দা টিম সার্বিক নজরদারি অব্যাহত রেখেছে।





মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS