ভিডিও

সৌদি-গাম্বিয়া সফর বাতিল, থাইল্যান্ড যাবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪, ১২:৪৯ দুপুর
আপডেট: এপ্রিল ১৭, ২০২৪, ০৩:২২ দুপুর
আমাদেরকে ফলো করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল করা হয়েছে। তবে আগামী ২৪ এপ্রিল থাইল্যান্ড সফরে যাচ্ছেন সরকারপ্রধান। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। 

সরকারপ্রধানের সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিলের সিদ্ধান্ত হয়েছে। আগামী ২৮ এপ্রিল থেকে রিয়াদে শুরু হতে যাওয়া দুদিনের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ বৈঠক এবং ৩-৪ মে গাম্বিয়ার রাজধানী বানজুলে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) ১৫তম শীর্ষ সম্মেলনে অংশ নিতে সরকারপ্রধানের দেশ দুটি সফরে যাওয়ার কথা ছিল।

ওই কর্মকর্তা জানান, আগামী ২৪ এপ্রিল থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ইউএনএসকাপ কমিশনের ৮০তম সভা এবং দ্বিপক্ষীয় সফরে ২৭ এপ্রিল পর্যন্ত দেশটি সফর করবেন তিনি। এ প্রসঙ্গে এক কূটনীতিক বলেন, প্রধানমন্ত্রী ২৪-২৭ এপ্রিল থাইল্যান্ড সফর করবেন। সফরের প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রীর ওই সফরে থাইল্যান্ডের সঙ্গে ছয়টি চুক্তি হতে পারে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS