ভিডিও

তাপপ্রবাহের কারণে এক সপ্তাহ স্কুল-কলেজ বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৪, ০৪:১২ দুপুর
আপডেট: এপ্রিল ২০, ২০২৪, ০৪:১২ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সারা দেশে চলমান তাপপ্রবাহের কারণে আগামী এক সপ্তাহ স্কুল বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘প্রতিষ্ঠান বন্ধ করার বিষয়ে আমাদের কিছু নির্দেশনা আছে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে সেগুলো সব জায়গায় দেওয়া হবে। অতিরিক্ত গরমের মধ্যে প্রয়োজন ছাড়া বয়স্ক ও শিশুরা যেন ঘরের বাহিরে না যায়।’

শনিবার (২০ এপ্রিল) সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) নার্সিং কলেজ ভবন উদ্বোধনে এসে তিনি এ কথা জানান। রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা শিশু হাসপাতালের কার্ডিয়াক ইউনিটের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ বিষয়টি আমরা তদন্ত করতে বলছি। আজকেই তদন্ত করব।'

স্বাস্থ্যখাতে কী কী চ্যালেঞ্জ রয়েছে জানতে চাইলে ডা. সামন্ত লাল সেন বলেন, ‘প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আমি সাধারণ মানুষের কাছে চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দিব, প্রত্যেকটা হেলথ কমপ্লেক্সকে, কমিউনিটি ক্লিনিককে উন্নত করতে হবে যেন সাধারণ মানুষ গ্রামেই চিকিৎসা পায়।’ 

সাভার ও ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে বেড সংকট নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ভবিষ্যতে এইটাকে করা যায় কিনা সেইটা নিয়ে কাজ করব।


সিআরপি নার্সিং কলেজ এর ভবন উদ্বোধনী এ আয়োজনে স্বাস্থ্যমন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন সিআরপি প্রতিষ্ঠাতা ড. ভ্যালেরি টেইলর, সিআরপির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS