ভিডিও

শিক্ষার্থী নিহত : ডিএসসিসির চালকসহ ৩ কর্মী চাকরিচ্যুত

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৪, ০৮:০৫ রাত
আপডেট: এপ্রিল ২৯, ২০২৪, ১০:০০ রাত
আমাদেরকে ফলো করুন

রাজধানীর মুগদায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় শিশু শিক্ষার্থী মাহিন আহমেদের (১৩) নিহতের ঘটনায় অভিযুক্ত চালক ও দুই পরিচ্ছন্নতা কর্মীকে চাকরিচ্যুত করেছে কর্পোরেশন। 

সোমবার (২৯ এপ্রিল) বিকেলে কর্পোরেশনের মুখপাত্র আবু নাছের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আজ কর্পোরেশনের সচিব আকরামুজ্জামানের সই করা দুটি ভিন্ন দপ্তর আদেশে তাদের চাকুরিচ্যুত করা হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থী মাহিনের নিহতের ঘটনায় নিজ নামে বরাদ্দকৃত গাড়ি অন্যকে দিয়ে চালানোর অপরাধে করপোরেশনের ভারী গাড়ির চালক মো. কামাল এবং দুই পরিচ্ছন্নকর্মী মো. আক্তার হোসেন ও মো. আব্দুল কাদের জিলানী বাবুকে চাকুরিচ্যুত করা হয়।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS