সাপ্তাহিক ছুটির দিন ‘শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হবে’ বলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বরাত দিয়ে বিভিন্ন গণামাধ্যমে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত ৯টার পর শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হবে এমন সিদ্ধান্ত হয়নি।
ফেসবুকে দেওয়া পোস্টে মন্ত্রণালয় জানায়, শিখন ঘাটতি কাটাতে শনিবার অস্থায়ীভাবে বিদ্যালয় পর্যায়ে পাঠদান অব্যাহত আছে। তবে শুক্রবার প্রতিষ্ঠান খোলা রাখার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।