চলতি বছরও বাংলাদেশি হজযাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন কার্যক্রম ঢাকায় করা হবে বলে জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।
মঙ্গলবার (৩০ এপ্রিল) রাজধানীর বারিধারায় সৌদি দূতাবাসে অনুষ্ঠিত হাদিস প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণকালে রাষ্ট্রদূত এসব কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, রুট টু মক্কা ইনিশিয়েটিভের অধীনে হজযাত্রীদের ব্যাগও বিমানবন্দর থেকে সরাসরি হজযাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে চলে যাবে। ফলে সৌদিতে গিয়ে হজযাত্রীদের আর বিমানবন্দরে অপেক্ষা করতে হবে না।
জানা যায়, দেশের ৮টি বিভাগের ৯টি অঞ্চলে হিফজুল হাদিস প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি অঞ্চল থেকে ১০ জন করে বিজয়ীরা ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ফাইনাল প্রতিযোগিতায় প্রথম বিজয়ীর জন্য ওমরাহ পালন করারসহ নগদ ৬৫ হাজার টাকা পুরস্কার, দ্বিতীয় পুরস্কার ৬০ হাজার ও তৃতীয় পুরস্কার ৫৫ হাজার টাকাসহ প্রথম ১০ জনকেই দেওয়া হয় ক্রেস্ট ও সনদ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।