টানা কয়েক সপ্তাহ তাপপ্রবাহে অতিষ্ঠ ছিল রাজধানীবাসী। এ অবস্থায় দুদিন আগে বহুল কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মেলে। এরই ধারাবাকিহতায় সবশেষ রোববার (৫ মে) আবারও রাতে বৃষ্টির দেখা পেলো রাজধানীবাসী।
রাত সোয়া ১০টার পর বজ্রসহ মুষলধারে বৃষ্টি নামে। সঙ্গে ছিল ঝড়ো বাতাস। আবার পুরান ঢাকা, নিউমার্কেট, ধানমন্ডিসহ কোনো কোনো এলাকায় শিলাবৃষ্টি হয়। এতে করে তাপমাত্রা কমে স্বস্তি দেখা দেয় মানুষের মাঝে।
এদিকে ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হয়েছে। রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত সবচেয়ে বেশি ৮৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে ময়মনসিংহে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।