ভিডিও

দু’ দিনের সফরে ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু

প্রকাশিত: মে ০৮, ২০২৪, ১১:২৮ দুপুর
আপডেট: মে ০৮, ২০২৪, ০২:৫২ দুপুর
আমাদেরকে ফলো করুন

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ঢাকা আসছেন। আগামী ১৪ মে দু’দিনের সফরে ঢাকা আসার কথা তার। সফরকালে বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা, রোহিঙ্গাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ অন্যান্যদের সঙ্গে আলোচনা করবেন লু।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র অত্যন্ত বাস্তববাদী এবং বর্তমান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে তারা। মন্ত্রণালয় আরও জানিয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্পর্ক রয়েছে। সেগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা আলোচনা অব্যাহত রাখবে।আরেকটি সূত্র জানিয়েছে, নাগরিক অধিকার সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সরকারের সঙ্গে তাদের মতদ্বৈধ থাকতে পারে। কিন্তু তারা আলোচনার পথ সবসময় খোলা রাখবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS