ভিডিও

কমবে স্বণের দাম! বাড়বে তেল-মাংস, পূর্বাভাস বিশ্বব্যাংকের

প্রকাশিত: মে ০৯, ২০২৪, ০৮:৫১ রাত
আপডেট: মে ১০, ২০২৪, ১২:৩৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

আগামী ২ বছরের জন্য গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। পূর্বাভাসটি বাংলাদেশের কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপরে। কমোডিটি মার্কেট আউটলুক নামের এক প্রতিবেদনে বাংলাদেশের ১০০ পণ্যের দামের উপরে আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে।

 বাংলাদেশে সয়াবিন তেলের চাহিদা প্রবল। বিশ্ব ব্যাংকের পক্ষে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থ বছরে সয়াবিন তেল, তুলা, জ্বালানি তেলের দাম বাড়বে। তাহলে সরাসরি বাংলাদেশের সাধারণ জনগণের প্রভাব পড়বে। তবে ইউরিয়া, এলএনজি নিয়ে স্বস্তির খবর মিলেছে।

বিশ্ববাজারে পণ্যের দাম ৩ শতাংশ কমবে এ বছর। আগামী বছর কমছে ৪ শতাংশ। মাংসের দাম নিয়ে গুরুত্বপূর্ণ কথা শুনিয়েছে বিশ্বব্যাংক। বলা হয়েছে মুরগি ও গোরুর মাংসের দাম আরও বাড়বে। এ বছরই গরুর মাংসের দাম বাড়বে ৫.২ ডলার। বাড়বে মুরগির মাংসের দামও।

মোট ১০০ নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের কতটা পরিবর্তন হবে তার একটা ধারণা দিয়েছে বিশ্বব্যাঙ্ক। এতে প্রভাবিত  হবে বাংলাদেশ। কারণ তালিকায় থাকা ১০টি পণ্য আমদানি করে বাংলাদেশ। এ বছরে ৩ শতাংশ কমবে অপরিশোধিত তেল ও গ্যাস। এর প্রভাব বাংলাদেশের ওপরে পড়বে বলেই মেন করছেন বিশেষজ্ঞরা। কারণ অপরিশোধিত তেল আমদানি করে বাংলাদেশ।

সোনার দামের ক্ষেত্রে অস্থিরতা দেখা দিয়েছে। এবার তাও কমতে পারে। কমতে পারে কয়লার দাম। এবার কয়লার দাম হতে পারে ১২৫ ডলার প্রতি টন। ২০২৫ সালে ওই দাম কমে হতে পারে ১১০ ডলার। অন্যদিকে এলএনজির দাম ১৪ ডলার থেকে কমে হতে পারে ১২ ডলার।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, কফি, চিনি, গম, যব ও ভুট্টার। এর পাশাপাশি কমবে নারকেল তেলের দাম, পাম ওয়েল ও সয়াবিন তেলের।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS