ভিডিও

বাংলাদেশি দুই যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ

প্রকাশিত: মে ১১, ২০২৪, ১২:০১ দুপুর
আপডেট: মে ১১, ২০২৪, ১২:০১ দুপুর
আমাদেরকে ফলো করুন

মফস্বল ডেস্ক : পঞ্চগড়ের তেঁতুলিয়ার খয়খাটপাড়া সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত দুই যুবকের মরদেহ ফেরত পেয়েছেন তাদের পরিবার। শুক্রবার (১০ মে) সন্ধ্যার দিকে বাংলাবান্ধা-ফুলবাড়ি আইসিপি পয়েন্টে বাংলাদেশের তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে মরদেহ দুটি হস্তান্তর করে ভারতের ফাঁসিদেয়া থানা পুলিশ। ওই সময় পুলিশ, বিজিবি ও বিএসএফ’র কর্মকর্তাসহ নিহত দুই যুকবের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মৃত দুই যুবক হলেন তেঁতুলিয়া উপজেলার মাগুরা গ্রামের জুনু মিয়ার ছেলে আব্দুল জলিল (২৪) ও একই উপজেলার তিরনইহাট ইউনিয়নের ব্রহ্মতুল এলাকার কেতাব আলীর ছেলে ইয়াসীন আলী (২৩)।

তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার বলেন, ভারতীয় বিএসএফ শুক্রবার সন্ধ্যার আগে বাংলাবান্ধা-ফুলবাড়ি আইসিপি পয়েন্টে আমাদের পুলিশের কাছে গুলিতে নিহত হওয়া দুই যুবকের মরদেহ হস্তান্তর করে। যেহেতু মরদেহ দুটি ভারতে ময়নাতদন্ত হয়েছে, তাই আমরা ময়নাতদন্ত ছাড়াই দুই পরিবারের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেছি।

এর আগে গত ৭ মে রাতে ওই যুবকরা তেঁতুলিয়ার খয়খাটপাড়া সীমান্তে গেলে বিএসএফ’র ১৭৬ ব্যাটালিয়নের ফকিরপাড়া ক্যাম্পের টহলরত সদস্যদের গুলিতে ওই দুই যুবক মারা যান। পরে বিএসএফ মরদেহ নিয়ে যায়। এ ঘটনায় বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিএসএফ’র সঙ্গে দু’জনের মরদেহ শনাক্তসহ ফেরত পেতে পতাকা বৈঠক করে। এর দু’দিন পর মরদেহ ফেরত দিলো বিএসএফ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS