ব্যাংক ঋণের সুদের হার নয়-ছয় থেকে স্মার্ট কোনো পদ্ধতিতেই স্থির থাকতে পারছে না। সম্প্রতি সুদহার বাজারভিত্তিক করার ঘোষণা দেওয়া হয়। কিন্তু তা কার্যকরের এক সপ্তাহ যেতে না যেতেই স্বাধীন সুদহারে হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সুদের সর্বোচ্চ সীমা ১৪ শতাংশের মধ্যে আটকে রাখবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন গভর্নর আব্দুর রউফ তালুকদার।
বৃহস্পতিবার (১৬ মে) কেন্দ্রীয় ব্যাংকে দেশের সমসাময়িক অর্থনৈতিক পরিস্থিত নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন গভর্নর। এ সময় গভর্নর সুদহারের বিষয় এমন ইঙ্গিত দেন।
বৈঠক শেষে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. মাহবুবুল আলম সাংবাদিকদের জানান, নিয়ন্ত্রণকারী সংস্থাটির ঘন ঘন এসব নীতি পরিবর্তনের কারণে ব্যাবসায়িক পরিকল্পনায় বিপত্তি তৈরি হচ্ছে। একটা ব্যবসা করার সময় সুদের হার, বিনিময় হারসহ নানাবিধ চিন্তাভাবনা করেই কার্যক্রম শুরু করা হয়। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক অল্প সময় পরপর নীতিতে পরিবর্তন আনছে। এভাবে বারবার নীতি পরিবর্তন হলে ব্যবসায়ীরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। এটাই স্বাভাবিক। এজন্য কেন্দ্রীয় ব্যাংকের নীতিগুলো বারবার পরিবর্তন না করে দীর্ঘমেয়াদি করার কথা বলেছি। এতে ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে। গভর্নর এ বিষয়ে আমাদের আশ্বাস দিয়েছেন। মূলত ব্যবসায়ীদের ক্ষতি ঠেকাতে সুদের হার ভবিষ্যতে ১৪ শতাংশের মধ্য আটকে দেওয়া বিষয়টি জানিয়েছেন গভর্নর।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।