ভিডিও

ঢাকার গণপরিবহনের চেয়ে আফ্রিকার ছোট শহরের বাস সুন্দর : সড়কমন্ত্রী

প্রকাশিত: মে ১৯, ২০২৪, ০৭:১৯ বিকাল
আপডেট: মে ১৯, ২০২৪, ০৭:১৯ বিকাল
আমাদেরকে ফলো করুন

রাজধানীর ঢাকার বাসের মান নিয়ে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ঢাকা শহরে যে গণপরিবহন চলে তার চেয়ে আফ্রিকার ছোট শহরের বাস সুন্দর। কেন এত জরাজীর্ণ চেহারা! উত্তরের মেয়র, দক্ষিণের তাদের বলবো -‘ এই ব্যাপারটা দেখতে, আপনাদের কর্মপ্রয়াসের সাথে এটি সংগতিপূর্ণ নয়। ’

রোববার (১৯ মে) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আয়োজিত ঢাকা মেট্রোরেলের ব্রান্ডিং সেমিনারে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে স্মার্ট করতে হলে ঢাকাকে স্মার্ট করতে হবে। মুখে ‘লিপ সার্ভিস’ দিয়ে তো লাভ নেই। সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করে মেট্রোরেলের যে সুবিধা জাপান দিয়েছে, এখানে শব্দদূষণ নেই, অপরিচ্ছন্ন, নোংরা, ব্যবহারে মনোযোগী নই।

বাসমালিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, জরাজীর্ণ বাসগুলো দেখতে কেমন! আমরা লজ্জা পাচ্ছি, আমাদের মালিক সাহেবেরা কী লজ্জা পান না, বিদেশে যান না!



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS