ভিডিও

নাশকতার মামলায় জামায়াত নেতা আজহারের দুই বছরের কারাদণ্ড

প্রকাশিত: মে ২১, ২০২৪, ০৪:০১ দুপুর
আপডেট: মে ২১, ২০২৪, ০৪:০১ দুপুর
আমাদেরকে ফলো করুন

১৪ বছর আগে রাজধানীর মতিঝিল থানার নাশকতার মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামসহ ১১ জনের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 


মঙ্গলবার (২১ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত অপর আসামিদের মধ্যে রয়েছেন– মোবারক হোসেন, আবু তাহের মেজবাহ, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ ইব্রাহিম, সাইফুল ইসলাম, মোহাম্মদ জরিপ, মোহাম্মদ ফিরোজ।


এছাড়া এ মামলায় সাতজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দণ্ডবিধির পৃথক দুই ধারায় তাদের মোট দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে এক ধারায় দেড় বছর ও আরেক ধারায় ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। দুই ধারার সাজা একত্রে চলবে বিধায় তাদের দেড় বছর কারাভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন। 


জানা যার, ২০১০ সালে নাশকতার অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় মামলাটি দায়ের করা হয়। পরবর্তীতে আদালত মোট ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS