ভিডিও

সিলেট থেকে ছেড়ে গেল বিমানের হজ ফ্লাইট

প্রকাশিত: মে ২২, ২০২৪, ০৭:৪৪ বিকাল
আপডেট: মে ২২, ২০২৪, ০৭:৪৪ বিকাল
আমাদেরকে ফলো করুন

সিলেট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট ছেড়ে গেছে। বিমানের ডেডিকেটেড হজ ফ্লাইট সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজযাত্রীদের নিয়ে পবিত্র মদিনার উদ্দেশে যাত্রা করেছে।

 

বুধবার (২২ মে) সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল পৌনে ৫টায় ফ্লাইটটি ছেড়ে যায়। বিষয়টি জানিয়েছেন বিমানের ব্যবস্থাপক (জনসংযোগ) আল মাসুদ খান।

সিলেট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইটে ৩৮৯ জন যাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মদিনায় যাত্রা করেন। অনুষ্ঠানে হজযাত্রীদের কাছে দোয়া চাওয়া হয়। এছাড়া সিলেট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইটে যাত্রীদের সর্বোচ্চ সেবা দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়।

 

ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সিটি কর্পোরেশনের আনোয়ারুজ্জামান চৌধুরী, বিমানের মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলাম প্রমুখ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS