ভিডিও

১৪ ঘণ্টা থাকবে রেমালের প্রভাব

প্রকাশিত: মে ২৬, ২০২৪, ১২:৫০ দুপুর
আপডেট: মে ২৬, ২০২৪, ০১:৫৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব ১৪ ঘণ্টার মতো থাকবে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। আজ রোববার (২৬ মে) সকালে আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, আজ বিকেল ৩টা থেকেই উপকূলে ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব পড়বে। এরপর সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ স্থলভাগ অতিক্রম করবে ঘূর্ণিঝড়ের কেন্দ্র। রেমাল সিভিয়ার সাইক্লোন স্ট্রোমে পরিণত হওয়ার সময় ১১০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ো বাতাস বয়ে যাবে। প্রায় ১২ থেকে ১৪ ঘণ্টার মতো প্রভাব থাকবে ঘূর্ণিঝড়ের।

তিনি আরও জানান, মোংলা ও পায়রার দিকে এগুচ্ছে রেমাল। ৮ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। সব মিলিয়ে ভয়াবহতার সব লক্ষণই রয়েছে। তাই বিকেল ৩টার আগেই উপকূলবাসীকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার অনুরোধ জানান তিনি।   



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS