ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের অর্ধেকের বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় ছিল। ইতিমধ্যে বিদ্যুতের বিতরণ কম্পানির কর্মীরা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা ৮০ শতাংশ গ্রাহককে আবারো বিদ্যুৎ সেবার আওতায় এনেছে পল্লী বিদ্যুৎ।
মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির বিচ্ছিন্ন হওয়া ৮০ শতাংশ গ্রাহকের মধ্যে বিদ্যুৎ পুণসংযোগ সম্পন্ন হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।