ভিডিও

রাত ৯টার পর ১১ জেলায় কালবৈশাখী ও বজ্রবৃষ্টির সম্ভাবনা

প্রকাশিত: জুন ০১, ২০২৪, ০৮:০৫ রাত
আপডেট: জুন ০২, ২০২৪, ০২:০৩ রাত
আমাদেরকে ফলো করুন

রাত ৯টার পর থেকে পরবর্তী ৫ ঘণ্টায় দেশের ১১টি জেলায় কালবৈশাখী ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার (১ জুন) সন্ধ্যায় আবহাওয়া নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

 

সংস্থাটির প্রধান আবহাওয়া গবেষক খালিদ হোসেন বলেন, আজ রাত ৯টার পর থেকে পরবর্তী ৫ ঘণ্টায় মেহেরপুর, ঝিনাইদহ, যশোর, নড়াইল, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, দক্ষিণ গোপালগঞ্জ এবং এর পার্শ্ববর্তী এলাকায় কালবৈশাখীসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে। তাই এসব এলাকায় সবাইকে বাড়তি সতর্কতার মধ্যে থাকতে হবে।

 

অপরদিকে, আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুকও ঝড়বৃষ্টির আভাস দিয়েছেন। কালবৈশাখী ঝড়ের নির্দিষ্ট সময় উল্লেখ না করে তিনি বলেন, খুলনা বিভাগের সংশ্লিষ্ট এলাকাগুলোতে কালবৈশাখীর প্রভাব বেশি পড়তে পারে। নির্ধারিত সময় বলা মুশকিল। তবে রাতেই দেশের বেশ কয়েকটি জায়গায় ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকায় এর প্রভাব তেমন পড়বে না বলেও জানান এই আবহাওয়াবিদ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS