ভিডিও

'হটলাইন নম্বর ১৬১০৬ এ ফোন করে বর্জ্যের বিষয়ে তথ্য জানাবেন'-মেয়র আতিক

প্রকাশিত: জুন ১৭, ২০২৪, ১২:৪৪ দুপুর
আপডেট: জুন ১৭, ২০২৪, ০৮:১২ রাত
আমাদেরকে ফলো করুন

সোমবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টায় এ মাঠে ডিএনসিসির প্রধান জামাত শুরু হয়। জামাতে অংশ নেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার অনুরোধ জানিয়ে উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘যত্রতত্র কোরবানির বর্জ্য ফেলবেন না। দ্রুত বর্জ্য অপসারণ করতে জনগণের সহযোগিতা দরকার। আমরা নগরবাসীকে কাউন্সিলরদের মাধ্যমে পলিব্যাগ, ব্লিচিং পাউডার, স্যাভলন সরবরাহ করেছি। বর্জ্য অপসারণে ১০ হাজারের বেশি পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত আছেন। ডিএনসিসির কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও আমি নিজে মাঠে আছি। কোরবানির বর্জ্য পলিব্যাগে ভরে নির্দিষ্ট জায়গায় রেখে দেবেন। আমাদের কর্মীরা সংগ্রহ করবে।’

তিনি বলেন, ‘নির্ধারিত ছয় ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের সব প্রস্তুতি রয়েছে। নগরবাসীর প্রতি অনুরোধ আমাদের পরিচ্ছন্নতাকর্মীদের সহযোগিতা করুন। হটলাইন নম্বর ১৬১০৬ এ ফোন করে বর্জ্যের বিষয়ে তথ্য জানাবেন। কন্ট্রোল রুম থেকে ব্যবস্থা নেবে।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS