ভিডিও

মনের ভেতরের পশুত্বকে কোরবানির প্রত্যাশা শামীম ওসমানের

প্রকাশিত: জুন ১৭, ২০২৪, ০৯:৫৯ রাত
আপডেট: জুন ১৭, ২০২৪, ১১:১২ রাত
আমাদেরকে ফলো করুন

সহিহভাবে পশু কোরবানির মাধ্যমে সবাই যাতে নিজেদের ভেতরের পশুত্বকে কোরবানি দিতে পারেন, সেই প্রত্যাশা করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।

সোমবার (১৭ জুন) সকাল ৯টায় নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় কেন্দ্রীয় পৌর ঈদগাহে ঈদের নামাজ শেষে তিনি এই প্রত্যাশার কথা জানান।


 
সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শামীম ওসমান বলেন, ‘আমাদের সবাইকে একে অপরের সুখে-দুঃখে পাশে থাকা উচিত। আমরা যাতে সবার সুখে সুখী হতে পারি, আবার সবার দুঃখে দুঃখী হতে পারি সেই দোয়া চাই।’
  
এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে সবার দোয়া চান। তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, মহান আল্লাহ যেন তাঁকে সুস্থতা ও নেক হায়াৎ দান করেন।’
এর আগে ছেলে ইমতিনান ওসমান অয়নকে সঙ্গে নিয়ে ঈদের নামাজের প্রথম জামাতে অংশ নেন তিনি। নামাজ শেষে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS