আন্তর্জাতিক মুদ্রা তহবিল– আইএমএফের ঋণের তৃতীয় কিস্তির অর্থ পেতে যাচ্ছে বাংলাদেশ। আজ ওয়াশিংটনে সংস্থাটির নির্বাহী পরিষদের বৈঠকে ঋণ অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অনুমোদন পেলে পরবর্তী কয়েক দিনের মধ্যে অর্থ ছাড় করা হতে পারে।
বৈঠকে বাংলাদেশের অনুকূলে ঋণের তৃতীয় কিস্তির অর্থ ছাড়ের প্রস্তাবটি উত্থাপন হবে। এটি চূড়ান্ত অনুমোদন হলে চলতি মাসের শেষ নাগাদ তৃতীয় কিস্তির অর্থ পাওয়া যাবে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
আইএমএফ থেকে জানানো হয়, এই ঋণ প্রকল্পের বিপরীতে সংস্থাটির দেওয়া বেশিরভাগ শর্তই পূরণ করতে সক্ষম বাংলাদেশ। ঋণের তৃতীয় কিস্তির পরিমাণ হবে ১শ ১৫ কোটি ২০ লাখ ডলার।
কিস্তির অর্থ ছাড়ের শর্ত বাস্তবায়ন এবং অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি দেখতে ২৪ এপ্রিল সংস্থাটির একটি মিশন ঢাকায় আসে। তারা সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমায় গত বছরের ৩০ জানুয়ারি আইএমএফের সঙ্গে ৪শ ৭০ কোটি ডলারের ঋণচুক্তি করে বাংলাদেশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।