ভিডিও

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম ইলিশ ও মিষ্টি পাঠালেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: জুন ২৭, ২০২৪, ০৯:৪৯ রাত
আপডেট: জুন ২৮, ২০২৪, ১০:৪৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য আম, ইলিশ ও মিষ্টি উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার  দুপুর ১২টার দিকে  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব উপহার পাঠান প্রধানমন্ত্রী।

উপহার হিসাবে ৪০০ কেজি হাঁড়িভাঙা জাতের আম, ৫০ কেজি ইলিশ মাছ ও ৫০ কেজি মিষ্টিসহ মোট ৫০০ কেজি উপহারসামগ্রী  মন্ত্রীর জন্য পাঠানো হয়।

এ সময় সীমান্তের শূন্যরেখায় বাংলাদেশের পক্ষ থেকে উপহারগুলো গ্রহণ করেন ত্রিপুরাস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী ও আল আমীন। উপহারসামগ্রীগুলো বন্দরে সিঅ্যান্ডএফ ক্লিয়ারেন্স কাজ করেন শোয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. রাজিব উদ্দিন ভ‚ঁইয়া ।

উপহার হস্তান্তরের সময় সীমন্তের শূন্যরেখায় উপস্থিত ছিলেন আখাউড়া  উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) এসএম রাহাতুল ইসলাম, আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আব্দুল কাইয়ুম তালুকদার, স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বাপ্পি, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ মো. খাইরুল আলম, ৬০ বিজিবি আইসিপি হাবিলদার মো. রহুল আমিন। আগরতলা কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট দিব্যেন্দু ভৌমিক।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশের সহকারী হাইকমিশনের সচিব রেজাউল হক চৌধুরী বলেন, আজ একটি খুশির দিন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরা মুখ্যমন্ত্রীর জন্য আম, ইলিশ ও মিষ্টি উপহার পাঠিয়েছেন। বাংলাদেশ ও ত্রিপুরা যে সম্পর্ক সেটি কিন্তু ১৯৭১ সালের আগে থেকেই সহমর্মিতা ও সহঅবস্থান বজায় আছে। এটির মাধ্যমে ভারত-বাংলাদেশের যে গভীর সম্পর্ক সেটি আরও মজবুত হবে এবং ত্রিপুরার সঙ্গেও সুদৃঢ় হবে। প্রধানমন্ত্রীর এই উপহারসামগ্রীগুলো আমরা ত্রিপুরা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেব।

ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধি:

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য আম, ইলিশ ও মিষ্টি উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  গতকাল বৃহস্পতিবার  দুপুর ১২টার দিকে  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব উপহার পাঠান প্রধানমন্ত্রী।

উপহার হিসাবে ৪০০ কেজি হাঁড়িভাঙা জাতের আম, ৫০ কেজি ইলিশ মাছ ও ৫০ কেজি মিষ্টিসহ মোট ৫০০ কেজি উপহারসামগ্রী  মন্ত্রীর জন্য পাঠানো হয়।

এ সময় সীমান্তের শূন্যরেখায় বাংলাদেশের পক্ষ থেকে উপহারগুলো গ্রহণ করেন ত্রিপুরাস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী ও আল আমীন। উপহারসামগ্রীগুলো বন্দরে সিঅ্যান্ডএফ ক্লিয়ারেন্স কাজ করেন শোয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. রাজিব উদ্দিন ভ‚ঁইয়া ।

উপহার হস্তান্তরের সময় সীমন্তের শূন্যরেখায় উপস্থিত ছিলেন আখাউড়া  উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) এসএম রাহাতুল ইসলাম, আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আব্দুল কাইয়ুম তালুকদার, স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বাপ্পি, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ মো. খাইরুল আলম, ৬০ বিজিবি আইসিপি হাবিলদার মো. রহুল আমিন। আগরতলা কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট দিব্যেন্দু ভৌমিক।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশের সহকারী হাইকমিশনের সচিব রেজাউল হক চৌধুরী বলেন, আজ একটি খুশির দিন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরা মুখ্যমন্ত্রীর জন্য আম, ইলিশ ও মিষ্টি উপহার পাঠিয়েছেন। বাংলাদেশ ও ত্রিপুরা যে সম্পর্ক সেটি কিন্তু ১৯৭১ সালের আগে থেকেই সহমর্মিতা ও সহঅবস্থান বজায় আছে। এটির মাধ্যমে ভারত-বাংলাদেশের যে গভীর সম্পর্ক সেটি আরও মজবুত হবে এবং ত্রিপুরার সঙ্গেও সুদৃঢ় হবে। প্রধানমন্ত্রীর এই উপহারসামগ্রীগুলো আমরা ত্রিপুরা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেব।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS