ভিডিও

ডিজেল-কেরোসিনের দাম কমালো সরকার

প্রকাশিত: জুন ৩০, ২০২৪, ১১:১৭ রাত
আপডেট: জুলাই ০১, ২০২৪, ০১:৩৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

সরকার ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা কমিয়েছে। আজ রোববার (৩০ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন দিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের প্রতি লিটারের বর্তমান দাম ১০৭ টাকা ৭৫ পয়সা থেকে ১ টাকা কমিয়ে ১০৬ টাকা ৭৫ পয়সা করা হয়েছে।

তবে, পেট্রল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে। প্রতি লিটার পেট্রলের বর্তমান মূল্য ১২৭ টাকা এবং প্রতি লিটার অকটেনের মূল্য ১৩১ টাকা। প্রজ্ঞাপনে আরও বলা হয়, নতুন দাম আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।

প্রসঙ্গত, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। চলতি বছরের মার্চ থেকে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হচ্ছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS