ভিডিও

গাইবান্ধায় বাড়ছে নদ-নদীর পানি, সৃষ্টি হতে পারে বন্যা

প্রকাশিত: জুলাই ০১, ২০২৪, ০৮:০৩ রাত
আপডেট: জুলাই ০১, ২০২৪, ০৮:০৩ রাত
আমাদেরকে ফলো করুন

দুই দিনের বৃষ্টি এবং উজানের ঢলে গাইবান্ধার প্রধান চার নদ-নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে।

এদিকে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করেছে। তবে ব্রহ্মপুত্র, করতোয়া ও ঘাঘট নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সোমবার বিকাল ৩ টায় গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, জেলায় গত ২৪ ঘণ্টায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় তিস্তার পানি ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ ছাড়া ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি ৩৭ সেন্টিমিটার, ঘাঘট নদীর পানি ২৭ সেন্টিমিটার, করতোয়ার পানি ১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

গাইবান্ধা পাউবোর নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক বলেন, “গত দুইদিন থেকে জেলায় ভারী বর্ষণ ও উজানের ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

বৃষ্টি ও উজানের ঢল অব্যাহত থাকলে জেলার নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদি বন্যার শঙ্কা রয়েছে বলে জানান পাউবোর এই প্রকৌশলী।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS