কোটাবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমকে হল থেকে বের করে দেওয়ার খবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের সামনে রাস্তা আটকে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
শুক্রবার (৫ জুলাই) রাত ১২টার দিকে অমর একুশে হলের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। সেখানে জড়ো হয়ে সারজিস আলমকে হল থেকে বের করে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করতে থাকেন তারা।
পরে রাত ১টার দিকে হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ ঘটনাস্থলে এসে সারজিসকে হল থেকে বের করা হবে না মর্মে নিশ্চয়তা দিলে শিক্ষার্থীরা অবস্থান তুলে নেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।