সদ্য সমাপ্ত অর্থবছরের শেষ মাস অর্থাৎ গত জুনে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৯.৭২ শতাংশে নেমে এসেছে, যা মে মাসে ছিল ৯.৮৯ শতাংশ। আজ রোববার (৭ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে দেখা যায়, জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি, খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ও খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি সব সূচকেই জুনের পরিস্থিতি ভালো ছিল।
জুন মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ৪২ শতাংশ, যা মে মাসে ছিল ১০ দশমিক ৭৬ শতাংশ। অন্যদিকে খাদ্য বহির্ভূত পণ্যে জুনের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ১৫ শতাংশ, যা মে মাসে ছিল ৯ দশমিক ১৯ শতাংশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।