ভিডিও

জাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা,আহত অর্ধশতাধিক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৪, ০২:৪৬ রাত
আপডেট: জুলাই ১৬, ২০২৪, ১০:১০ দুপুর
আমাদেরকে ফলো করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ ঘটনায় অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।


সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে গেলে এ অতর্কিত হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফ সোহেল গণমাধ্যমকে বলেন, আমরা সন্ধ্যা ৭টার দিকে শান্তিপূর্ণ মিছিল নিয়ে বঙ্গবন্ধু হল এলাকায় গেলে ছাত্রলীগ আমাদের ওপর হামলা করে। তারা আগে থেকেই লাঠিসোঁটা নিয়ে প্রস্তুত ছিল। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরব ভূমিকা পালন করছেন। যদিও তারা আগে থেকেই হামলার ব্যাপারে জানতো।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আলমগীর কবির বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই শিক্ষার্থীরা ঝামেলায় জড়িয়ে পড়ে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS