ভিডিও

বিজেএস লিখিত পরীক্ষা স্থগিত

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৪, ০৯:১০ রাত
আপডেট: জুলাই ১৭, ২০২৪, ০৯:১০ রাত
আমাদেরকে ফলো করুন

বিশ্ববিদ্যালয়সহ দেশের শিক্ষাঙ্গনগুলোতে চলমান কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট পরিস্থিতির কারণে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএস) লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের বিষয়টি জানিয়েছে কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর। 

সচিবালয়ের উপপরিচালক এস এম আনিসুর রহমান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দেশে উদ্ভুত বিশেষ পরিস্থিতি ও পরীক্ষার্থীদের নিরাপত্তাসহ সার্বিক বিষয় বিবেচনায় আগামী ২০ জুলাই থেকে অনুষ্ঠিতব্য সতেরশ (১৭শ) বিজেএসের লিখিত পরীক্ষা পরবর্তী তারিখ ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরবর্তী তারিখ ও বিস্তারিত সময়সূচি কমিশনের ওয়েবসাইটে জানানো হবে।

প্রসঙ্গত, বিচার বিভাগের যেকোনো পদে নিয়োগ এবং এর সাথে সংশ্লিষ্ট কোনো বিষয়ে কোনো প্রশ্নের উদ্ভব হলে রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়া এই কমিশনের দায়িত্ব। ২০০৭ সালের ১ নভেম্বর বিচার বিভাগ পৃথকীকরণের মাধ্যমে এই কমিশনের সৃষ্টি হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS