ভিডিও

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে ভিসিকে উদ্ধার

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৪, ১১:২০ রাত
আপডেট: জুলাই ১৮, ২০২৪, ০৯:২২ সকাল
আমাদেরকে ফলো করুন

কোটা সংস্কার দাবিতে চলমান আন্দোলনে অবরুদ্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে উদ্ধার করেছে পুলিশ। এসময় পুলিশের টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেডের মুখে আন্দোলনরত শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
এতে পূর্ব নির্ধারিত গায়েবেনা জানাজা বাতিল হয়ে যায়।  
বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে রেজিস্ট্রার ভবন থেকে ভিসি ও রেজিস্ট্রারকে উদ্ধার করে বাহিরে নিয়ে আসে পুলিশ। এসময় সিন্ডিকেট সদস্যরা পুলিশের সহযোগিতায় জাবির নিজস্ব গাড়িতে ক্যাম্পাস ত্যাগ করেন।
এর আগে সোয়া ৫ টার দিকে পুলিশ ক্যাম্পাসে অবস্থান নিয়ে টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ শুরু করে। এতে মুহূর্তেই শিক্ষার্থীদের বড় একটি অংশ ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় চার সাংবাদিক, দুই পুলিশসহ প্রায় ত্রিশ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া যায়।
এব্যাপারে ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, বার বার বলার পরেও তারা শুনছিলেন না, পরে তারা আরও লোক বাড়ায়। ভিতর থেকে স্যাররা খুব নিরাপত্তাহীনতায় ভুগছিলেন এবং তারা আমাদের ওপর আক্রমণ করে। পরে আমরা স্যারদের উদ্ধার করি। আমাদের কাছে আহতের কোনো খবর নেই, আমরা তাদের সরিয়ে দিয়েছি। আমরা যেটা জানতে পেরেছি যখন সিন্ডিকেট সভা হচ্ছিলো তখন তাদের ওপর আক্রমণ করেছিলেন শিক্ষার্থীরা। তারা সেখানে ভাঙচুর করেছেন, এঘটনায় অনেকে আহত আছেন। আমরা কয়েকজন স্যারকে আহতাবস্থায় উদ্ধার করেছি।
তিনি বলেন, স্যারদের মারফতে আমরা জানতে পেরেছি। শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা শিক্ষার্থী ভাইদের অনুরোধ করবো শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য। আমরা চাই তারা শান্তিপূর্ণভাবে হল খালি করে তারা চলে যাবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সময় বেধে দিয়েছেন আমরা আশা করবো সেই সময়ের মধ্যে তারা হল খালি করে চলে যাবেন। তারা যাতে সুন্দরভাবে চলে যেতে পারে, তারা যাতে সিকিউরড থাকে সেটা আমরা নিশ্চিত করবো। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS