ভিডিও

দুবাইতে বিক্ষোভ : ৫৭ বাংলাদেশির জেল, তিনজনের যাবজ্জীবন

আরব আমিরাতে শ্রমিক ভিসা বন্ধ

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৪, ১০:৫৩ রাত
আপডেট: জুলাই ২৪, ২০২৪, ১০:৪৬ রাত
আমাদেরকে ফলো করুন

সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশীদের জন্য শ্রমিক ভিসা বন্ধ করে দিয়েছে। সম্প্রতি দেশের ঘটা সংঘাত ও আন্দোলনের সমর্থনে আরব আমিরাতের দুবাইতে বিক্ষোভ করে বেশ কিছু বাংলাদেশী। এতে ক্ষুব্ধ হয়ে এই ভিসা বন্ধ করে দেয়া হয়েছে বলে জানা গেছে। বিক্ষোভের ঘটনায় আটক করা হয় ৫৭ বাংলাদেশিকে। সোমবার দুবাইয়ের ফেডারেল কোর্ট ৫৭ বাংলাদেশিকে সাজা দেন। আটক এই ৫৭ বাংলাদেশির মধ্যে ৫৩ জনকে ১০ বছরের কারাদন্ড দেওয়া হয়। একজনকে ১১ বছরের কারাদন্ড এবং বাকি তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। তারা আইন লঙ্ঘন করে দুবাইয়ের বিক্ষোভ প্রদর্শন করার সময় স্থানীয় পুলিশের হাতে আটক হন। পরে ফেডারেল কোর্ট তাদের এ সাজা দেন। যাবজ্জীবনপ্রাপ্ত তিন বাংলাদেশি বিক্ষোভের আয়োজক ছিলেন। অবৈধভাবে দুবাইয়ে থাকায় একজনের ১১ বছরের কারাদণ্ড হয়। মধ্যপ্রাচ্যের অন্যতম গণমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS