ভিডিও

আজ থেকে বৃষ্টি বেড়ে স্বরুপে ফিরবে বর্ষা

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৪, ০১:০৭ দুপুর
আপডেট: জুলাই ৩০, ২০২৪, ০৯:৪১ রাত
আমাদেরকে ফলো করুন

আজ-কালের মধ্যে মৌসুমি বায়ুর সক্রিয়তা বেড়ে সারা দেশে বৃষ্টিপাতের এলাকা ও পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার থেকে সারা দেশে বৃষ্টি বাড়তে পারে। আগামী দুই দিনে বৃষ্টিপাতের বিস্তৃতি ও পরিমাণ আরো বাড়তে পারে। এতে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, মৌসুমি বায়ু এখনো মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে। তবে এটি মঙ্গলবার বা বুধবারের মধ্যে আরো শক্তিশালী হয়ে সক্রিয় হতে পারে। ফলে আজ থেকেই বৃষ্টি বাড়তে পারে। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ মঙ্গলবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশির ভাগ জায়গায়; ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে। 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS