ভিডিও

হাইকোর্টের সামনে শিক্ষার্থীদের অবস্থান,সতর্ক বিজিবি-পুলিশ

প্রকাশিত: জুলাই ৩১, ২০২৪, ০৩:২৪ দুপুর
আপডেট: আগস্ট ০১, ২০২৪, ১২:৩৫ রাত
আমাদেরকে ফলো করুন

কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারসহ ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে হাইকোর্টের সামনে আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় হাইকোর্টের প্রধান গেট এবং আন্দোলনকারীদের ঘিরে রাখতে দেখা যায় পুলিশ ও বিজিবিকে।

আজ বুধবার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে হাইকোর্টের সামনে ছাত্রসহ সচেতন নাগরিক সমাজ ৯ দফা দাবি বাস্তবায়নে স্লোগান দিতে থাকে।

এ সময় আন্দোলনকারীরা, বিজিবি বর্ডারে ফিরে যাও, প্রধানমন্ত্রীর পদত্যাগ ও ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না স্লোগান দেয়।

আন্দোলনকারীরা বলছে, হামলা ও মামলার মাধ্যমে এই আন্দোলন বন্ধ করা যাবে না। সরকার যত চাপ প্রয়োগ করবে আন্দোলন ততো শক্ত হবে। তারা অনতিবিলম্বে আটক সমন্বয়কসহ সকল শিক্ষার্থীর নিঃশর্ত মুক্তি ও ছাত্র হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS