ভিডিও

সরকারকে মানুষের প্রাণরক্ষার আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের

প্রকাশিত: আগস্ট ০৫, ২০২৪, ১০:৫১ দুপুর
আপডেট: আগস্ট ০৫, ২০২৪, ০৩:৪৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে নতুন করে সহিংসতা ও প্রাণহানিতে গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক। তিনি বলেছেন, এই সহিংসতা অবশ্যই বন্ধ হতে হবে।
 
রোববার (৪ আগস্ট) এক বিবৃতিতে জাতিসংঘ মানবাধিকার প্রধান বলেন, সিরাজগঞ্জে ১৩ পুলিশ সদস্যসহ আরও মানুষ মারা গেছেন। এই সহিংসতা অবশ্যই বন্ধ হতে হবে। 
 
সোমবার আন্দোলনকারীদের মার্চ টু ঢাকা এবং শাসক দলের পাল্টা কর্মসূচিতে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, আমার আশঙ্কা, এতে আরও মানুষের প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ হতে পারে। 
 
এ অবস্থায় বাংলাদেশের সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মানুষের প্রাণ, শান্তিপূর্ণ প্রতিবাদ ও বাকস্বাধীনতা রক্ষার বাধ্যবাধকতা মেনে চলতে আহ্বান জানিয়েছেন ভলকার টুর্ক।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS