জাতীয় বিমান বন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর ফ্লাইট ওঠা-নামা শুরু হয়েছে এবং আটকে থাকা কিছু ফ্লাইট বিলম্বে ছাড়ছে। রাত সোয়া ১২টায় শাহজালালের কাস্টমার কেয়ার প্রতিনিধি প্রান্ত ইসলাম গণমাধ্যমে এমন তথ্য দিয়েছেন।
তিনি বলেন, “এই মুহূর্তে বিমানবন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে আটকে থাকা কিছু ফ্লাইট ডিলে হয়েছে।”বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলার জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, “রাত ১১টার পর থেকেই আমাদের আটকে থাকা ফ্লাইটগুলো ওঠা-নামা করতে শুরু করেছে বলে জানতে পেরেছি।” এর আগে বিকাল ৫টার দিকে বিমানবন্দরের কার্যক্রম বন্ধের ঘোষণা আসে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলামের তরফ থেকে।
এরপর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতেও ৬ ঘণ্টা বিমানবন্দর বন্ধ থাকার বিষয়টি জানানো হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।