নিউজ ডেস্ক: হাইকোর্ট এনেক্স ভবনের সামনে থাকা ভাস্কর্যটি ভাঙচুরের পর উপড়ে ফেলা হয়েছে।
বুধবার (৭ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। এর আগে, গতকাল মঙ্গলবার সকালে ইস্পাতের তৈরি ভাস্কর্যটির হাত ও দাঁড়িপাল্লা ধরে থাকা হাত ভাঙা অবস্থায় দেখা যায়।
তবে ভাস্কর্যটি কে বা কারা উপড়ে ফেলেছে এ ব্যাপারে কিছু জানাতে পারেননি সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা।
২০১৬ সালের শেষ দিকে গ্রিক দেবী থেমিসের আদলে গড়া ন্যায়বিচারের প্রতীক এই ভাস্কর্যটি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বসানো হয়েছিল। একপর্যায়ে হেফাজতে ইসলামসহ ইসলামপন্থী কয়েকটি দলের দাবির মুখে ২০১৭ সালের মে মাসে সুপ্রিম কোর্টের মূল ভবনের ফোয়ারার সামনে থেকে ভাষ্কর্যটি হাইকোর্ট এনেক্স ভবনের সামনে পুন:স্থাপন করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।