নিউজ ডেস্ক: বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হিসেবে কর্মরত ৪২ জন কর্মকর্তার সংযুক্তি বাতিল করে দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তাদেরকে নিজ দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) মন্ত্রণালয় থেকে জারি করা এক অফিস আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, ‘বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগে জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হিসেবে সংযুক্তিতে কর্মরত বিসিএস (তথ্য) ক্যাডারের এসব কর্মকর্তাদের সংযুক্তির আদেশ বাতিল করে তাদের নিজ দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হলো।
উল্লেখ্য, ছাত্রজনতার বিক্ষোভের মুখে সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে পদত্যাগ করেন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে পতন হয় সরকারের। এরপর থেকেই নিয়োগ বাতিল-পদায়ন ইস্যুতে নতুন-নতুন প্রজ্ঞাপন ও আদেশ জারি হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।