ভিডিও

ড. মুহম্মদ ইউনূসের নবগঠিত তত্ত্বাবধায়ক সরকারকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী 

প্রকাশিত: আগস্ট ০৯, ২০২৪, ০১:১৭ দুপুর
আপডেট: আগস্ট ০৯, ২০২৪, ০২:২০ দুপুর
আমাদেরকে ফলো করুন

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং নোবেলজীয় অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বে নবগঠিত তত্ত্বাবধায়ক সরকারকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ।

এই সরকারের আমলে বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায় শুরুর প্রত্যাশাও করেছেন তিনি।

বৃহস্পতিবার পাকিস্তানের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, “গত ১৫ বছর ধরে বাংলাদেশে ভারত সমর্থিত সরকার চলছিল। তার অবসান হয়েছে। নোবেলজয়ী ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন যে সরকার গঠিত হয়েছে, তাকে আমরা স্বাগত জানাচ্ছি।”

“এবং আমরা প্রত্যাশা করছি, নতুন সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অতীতের যাবতীয় তিক্ততা ভুলে নতুন অধ্যায়ে প্রবেশ করবে।”

২০০৯ সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। তারপর গত ১৫ বছরে আরও ৩টি নির্বাচন হয়েছে, সেগুলোতেও জয়ী হয়েছেন তিনি। তবে সেসব নির্বাচনের ফলাফল পশ্চিমা বিশ্বের কাছে প্রশ্নবিদ্ধ।

২০০৯ সালের নির্বাচনে জিতে শেখ হাসিনা সরকার গঠনের পর থেকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক শীতল হতে থাকে বাংলাদেশের। পরে ‘৭১ সালে যুদ্ধাপরাধের বিচারকে ঘিরে সেই শীতলতা রীতিমতো তিক্ততায় পর্যবসিত হয়। বর্তমানে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS