ভিডিও

উত্তাল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৪, ০১:৪৬ দুপুর
আপডেট: আগস্ট ১১, ২০২৪, ০৫:০৭ বিকাল
আমাদেরকে ফলো করুন

কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের বহিষ্কারের হুমকি এবং প্রতিষ্ঠানে দুর্নীতির অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কেকা রায় চৌধুরীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও অভিভাবকরা। একইসঙ্গে স্কুলের পদার্থবিজ্ঞানের সিনিয়র শিক্ষক ফারহানা খানমসহ গভর্নিং বডির পদত্যাগের এক দফা দাবি জানিয়েছেন তারা।

আজ রোববার (১১ আগস্ট) সকাল ১০টায় বেইলি রোডে প্রতিষ্ঠানটির মূল ক্যাম্পাসের সামনে এই বিক্ষোভ করেন কয়েকশ’ শিক্ষার্থী। এসময় এক দফা এক দাবি এক, এক ঘণ্টায় পদত্যাগ; মানি না মানব না, দুর্নীতি সইব না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। একই দাবিতে গত বৃহস্পতিবারও (৯ আগস্ট) বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা।শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের বহিষ্কারের হুমকি দেন অধ্যক্ষ কেকা রায় চৌধুরী। এ সময় গভর্নিংবডি বিলুপ্তির এক দফা দাবি জানান বিক্ষোভকারীরা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS