জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে মিন্টু রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) সেন্টু মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর তাদের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। সেখান থেকে তাদের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। গত ১৯ জুলাই পল্টনে এক রিকশাচালককে হত্যা করা হয়। ওই মামলায় এই তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে বুধবার (১৪ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় ওই তিন জনকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১৩ আগস্ট সন্ধ্যার পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।