চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। এ ব্যাপারে সতর্ক থাকাসহ বিষয়টি গণমাধ্যমে প্রচারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে এক সংক্ষিপ্ত সভায় তিনি এ আহ্বান জানান।
নাহিদ ইসলাম বলেন, চাঁদাবাজ ও দখলদাররা যে দলেরই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না।
তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ ও সোচ্চার হতে হবে। বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, চারদিকে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। বন্যার্তদের পাশে দাঁড়াতে মানুষ যাতে এগিয়ে আসে সে জন্য গণমাধ্যমকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।