ভিডিও

আন্দোলনরত আনসার সদস্যদের ‘স্বৈরাচারী শক্তি’ অ্যাখ্যা দিলেন সারজিস

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪, ০১:০১ রাত
আপডেট: আগস্ট ২৬, ২০২৪, ০৫:২০ বিকাল
আমাদেরকে ফলো করুন

আন্দোলনরত আনসার সদস্যদের ‘স্বৈরাচারী শক্তি’ হিসেবে আখ্যায়িত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

রোববার (২৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি একথা লেখেন।

সারজিস আলম লেখেন, সবাই রাজুতে আসেন। স্বৈরাচারী শক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে। দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে।’

এর কিছুক্ষণ পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে আসেন। পরে আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী ও আনসার সদস্য আহত হন।

তবে রাত ১০টার পর শিক্ষার্থীদের ধাওয়ার মুখে সচিবালয়ের সামনে থেকে পিছু হটেছেন আনসার সদস্যরা। তারা পোশাক খুলে জিপিও এলাকা দিয়ে পালিয়ে যান।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS