বন্যা দুর্গত এলাকায় অসহায় মানুষের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
আজ সোমবার (২৬ আগস্ট) বন্যার্তদের সহায়তায় টানা পঞ্চম দিনেরমত টিএসসিতে সকাল ১০টা থেকে সংগ্রহ শুরু হয়। এর আগে রোববার (২৫ আগস্ট) পর্যন্ত অনলাইন-অফলাইন মিলিয়ে সংগ্রহ করা হয়েছে ৫ কোটি ২৩ লাখ টাকা।দুর্যোগ এক করেছে সবাইকে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এখন যেন ত্রাণের বন্দরে পরিণত হয়েছে। টিএসসিতে নগদ অর্থ সংগ্রহ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আর জিমনেশিয়ামে নেয়া হচ্ছে খাদ্য ও পোশাক। এর আগে হেলিকপ্টারসহ নানাভাবে ত্রাণসামগ্রী দুর্গম এলাকায় পৌঁছানো হচ্ছে বলে জানিয়েছেন সমন্বয়ক সারজিস আলম। জুলাই বিপ্লবের পর এক বৈষম্যহীন বাংলাদেশ যেন ঢাকা বিশ্ববিদ্যালয়। লাইনে লাইনে ত্রাণসামগ্রী নিয়ে ছুটছেন সব শ্রেণিপেশার মানুষ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।