ভিডিও

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৪, ০৪:৪১ দুপুর
আপডেট: আগস্ট ২৯, ২০২৪, ০৬:৩৯ বিকাল
আমাদেরকে ফলো করুন

অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল।প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে পৌনে ৪টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যায় প্রতিনিধি দল। দলে আরও রয়েছেন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ।

এর আগে দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা হয়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সুরক্ষার জন্য প্রণীত ‘জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন ২০০৯’ বাতিলের সিদ্ধান্তে অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। আইনটি বাতিল হলে বঙ্গবন্ধু পরিবারের কেউ আর বিশেষ নিরাপত্তা পাবেন না। এছাড়া বৈঠকে গুমবিরোধী আন্তর্জাতিক চুক্তিতে বাংলাদেশের পক্ষভুক্ত হওয়ার প্রস্তাবও অনুমোদন দেয়া হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS